Tuesday 26 April 2016

মূল্যবান কিছু তথ্য____

★ মানুষ যখন ভয় পায় তখন তার মগজ ৮ সেকেন্ড
এর জন্য কাজ করা
বন্ধ করে দেয়।
.
★ রাজহাঁস ৩০ বছর
পর্যন্ত বেচে থাকতে
পারে,, প্রায় অর্ধ
বয়সী মানুষের সমান।
.
★ মানুষ চিন্তা করার
সময় বেশি ভুল করে।
.
★ প্রতি বছর ১৬ লাখ
অটিজম শিশুর জন্ম হচ্ছে।
.
★ কুকুর রাতের বেলায় ২ কি. মি পর্যন্ত সকল কিছু দেখতে পায়।
.
★ পিপড়া তার চোখ বন্ধ করে
খাদ্য গ্রহন করে।
.
★ ভারতে থানায় প্রতিদিন প্রায় ১৩৭ টি ধর্ষন কেস পড়ে।
.
★ বাতাসের সাথে প্রায় ১৫
লাখ জীবানু ভেসে বেড়াচ্ছে।
.
★ জিরাফ মাএ ১৯ মিনিট ঘুমায়।
.
★ একটি গন্ডারের
শক্তি ২৭ জন মানুষের সমান।
.
★ হজম শক্তি
সবচেয়ে বেশি হাতির। ১ঘন্টা
পর পর ৪০ কেজি খাদ্য
গ্রহন করতে পারে।
.
★ একটি নারী তার
প্রসংসা কে বেশি ভালবাসে।
.
★ ১ কেজি কমলার চেয়ে ২৫০ গ্রাম গাজরের গুন.বেশি।
.
★ কম টাকায় অধিক পুষ্টির
তালিকায় শির্ষে রয়েছে কলা।

No comments:

Post a Comment